পানামার সাবেক সামরিক জেনারেল নরিয়েগা আর নেই

পানামার সাবেক সামরিক জেনারেল নরিয়েগা আর নেই

শেয়ার করুন

_96265119_039780539-1
বিশ্বসংবাদ ডেস্ক :

পানামার সাবেক সামরিক জান্তা ম্যানুয়েল এন্তোনিও নরিয়েগা আর নেই। ৮৩ বছর বয়সে মারা গেছেন এই লৌহমানব।

বেশ কিছুদিন থেকেই  অসুস্থ ছিলেন তিনি। গত জানুয়ারিতে মস্তিষ্কে একটি অপারেশনের জন্য কারাগার থেকে সাময়িক ছাড়া পান তিনি। এর আগে, খুন, দুর্নীতি ও জালিয়াতির বিভিন্ন অভিযোগে তিনি কারাবাসে ছিলেন।

পানামার যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ম্যানুয়েল ডোমিনগুয়েজ এক বিবৃতিতে সোমবার নরিয়েগার মৃত্যুর খবর নিশ্চিত করেন। একসময়ের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র চর জেনারেল নরিয়েগার ৭ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের অভিযানের পর।

নরিয়েগার শাসনকালকে পানামার অন্ধকার সময় বলে অভিহিত করা হয়। ওই সময় শত শত রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেন জেনারেল নরিয়েগা।