পাকিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস

পাকিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস

শেয়ার করুন

18136463_1874096209471378_845912521_nবিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সোমবার পাকিস্তান পৌঁছেছেন। সফরকালে ম্যাটিসের সঙ্গে প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এক সংক্ষিপ্ত বৈঠক করেন।

তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ঐকমত্য সৃষ্টি করতে ম্যাটিসের এই পাকিস্তান সফর বলে জানিয়েছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আফগানিস্তানে হামলা চালানোর ক্ষেত্রে সন্ত্রাসীরা পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করছে।  তবে এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তান জানায়, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদ অনেক মূল্য দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে জঙ্গি দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ওয়াশিংটন বরাবরই চাপ দিয়ে আসছে। এ নিয়ে উভয়দেশের মধ্যে টানাপোড়েনে নতুন মাত্রা যোগ হয় নভেম্বরের শেষ দিকে, হাফিজ সাইদকে ছেড়ে দেয়ার মধ্য দিয়ে। এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে হোয়াইট হাউস।