পাকিস্তানে মাজারে বিস্ফোরণ, নিহত ৫২

পাকিস্তানে মাজারে বিস্ফোরণ, নিহত ৫২

শেয়ার করুন

_92414231_331ab7da-3da2-4316-bd2a-977e9c00f743বিশ্ব সংবাদ ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শাহ নুরানি মাজারে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। আহত হয়েছেন আরও শতাধিক।

শনিবার প্রদেশটির খুজদার জেলার ওই মাজারে এই বিস্ফোরণ ঘটে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ আহমেদ বুগতি জানান, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই বিস্ফোরণের ঘটনায় বিদেশি কোনো গোষ্ঠীর জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন সরফরাজ আহমেদ বুগতি।

_92414229_9f21d1ab-6d7a-4178-bba4-5e399eb2a29cমাজারে সুফি গান পরিবেশনার সময় ওই বিস্ফোরণ ঘটে। পাহাড়ি এলাকায় অবস্থিত মাজারটিতে বিস্ফোরণের সময় অন্তত ৫ শতাধিক মানুষের সমাগম ঘটেছিলো। আলামত সংগ্রহ ও নিরাপত্তার জন্য হামলাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

বিস্ফোরণের কিছু সময়ের মধ্যেই, এর দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। মাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত মানুষদের উদ্ধার ও চিকিৎসার জন্য কোয়েটায় কন্ট্রলরুম স্থাপন করেছে রাজ্য সরকার।