পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ১৪

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ১৪

শেয়ার করুন

180711123338-peshawar-pakistan-blast-01-exlarge-169বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানের পেশোয়ারে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬৫ জন।

ওই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পাকিস্তানের আওয়ামী ন্যাশনাল পাটির নেতা ও স্থানীয় রাজনীতিবিদ হারুন বিলোর। তিনি আগামী জাতীয় নির্বাচনে প্রাদেশিক আইনসভার প্রার্থী ছিলেন। তারা বাবা বশির বিলোর’ও ২০১২ সালে এ ধরণের সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন।

পুলিশ জানায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। অন্তত দুশো সমর্থকের সামনে ভাষণ দেয়ার সময় চালানো আত্মঘাতি হামলায় হারুন বিলোর ঘটনাস্থলেই প্রাণ হারান। এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবান এর পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নির্বাচনী প্রচার প্রচারণায় নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে পুলিশ।