পাকিস্তানে টিভি কার্যালয়ে হামলা, পুলিশের গুলিতে নিহত ১

পাকিস্তানে টিভি কার্যালয়ে হামলা, পুলিশের গুলিতে নিহত ১

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অনশন কর্মসূচীর সংবাদ সঠিকভাবে প্রচার না করায় পাকিস্তানের করাচিতে বেসরকারী টিভি স্টেশন এআরওয়াই নিউজের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের হামলার পর পুলিশের পাল্টা অভিযানে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

002-2পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের সদস্য। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, সোমবার সন্ধ্যায় সাদ্দার এলাকায় এআরওয়াই নিউজের কার্যালয়ে হামলা হয়। তারা কার্যালয় লক্ষ্য করে পাথর ও গুলি ছোড়ে। এসময় কার্যালয়ের ভেতরে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসলে, তাদের সঙ্গে বিক্ষোভকারীদে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এরপরই অর্ধশতাধিক নেতাকর্মীসহ এমকিউএমরে প্রধান আলতাফ হুসেইনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি ওই টিভি কার্যালয়ে হামলা চালানোর জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বলে দাবি এআরওয়াই নিউজের। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।