পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগ দেবে না ভারত

পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগ দেবে না ভারত

শেয়ার করুন

IndiaPak-kCZ--621x414@LiveMint-kumB--621x414@LiveMint
বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগ দেবে না ভারত। বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনে আবারো স্পষ্ট করে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

দুদিন আগেই, পাকিস্তানের পক্ষ থেকে প্রতিবেশী ভারতকে সার্ক সম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানানো হয়। পাকিস্তানের এ রকম ইতিবাচক আচরণকে স্বাগত জানালেও সুষমা স্বরাজ বলেন, সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে চলতে পারে না। পাকিস্তান যতক্ষণ পর্যন্ত ভারতের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত দুদেশের মধ্যে কোনো আলোচনা হবে না, এমনকি সার্ক সম্মেলনেও অংশ নেবে না ভারত।

এদিকে, পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত গুরুদুয়ারা দরবার সাহেবের মাজারে যাওয়ার জন্য করিডোর স্থাপন করা হচ্ছে। ভারতের গুরুদাসপুর থেকে পাকিস্তানের নারোয়াল জেলার কর্তারপুর পর্যন্ত এই করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। উপস্থিত থাকবেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

অন্যদিকে ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, মন্ত্রী নভোজৎ সিং সিধু ও দুজন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন অনুষ্ঠানে।