পাকিস্তানকে দেয়া স্বীকৃতি নতুন করে খতিয়ে দেখছে ভারত

পাকিস্তানকে দেয়া স্বীকৃতি নতুন করে খতিয়ে দেখছে ভারত

শেয়ার করুন

pm-modi-nawaz-sharif-saarc_650x400_51440239881বিশ্ব সংবাদ ডেস্ক:

বাণিজ্যিক ক্ষেত্রে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে পাকিস্তানকে যে স্বীকৃতি দিয়েছিল ভারত, তা নতুন করে খতিয়ে দেখছে তারা।

সেনাঘাঁটিতে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার অংশ হিসেবে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই তকমা ছিনিয়ে নেয়া হবে কিনা সে বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামী বৃহস্পতিবার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তিনি। ১৯৯৬ সালে প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানকে ‘মোস্ট ফেভারড নেশন’ স্বীকৃতি দেয় ভারত।

এর আগে, পাকিস্তানে সিন্ধুসহ ৬টি নদীর পানি প্রবাহ বন্ধের বিষয়ে আলোচনা শুরু করেছে ভারত। আলোচনা শেষে মোদি বলেন, সেনাদের রক্ত আর নদীর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাটিতে হামলায় ১৮ সেনাসদস্য নিহত হওয়ার পর পাকিস্তানকে দোষারোপ করে ভারত। এরপর থেকে দুদেশের সম্পর্কের অবনতি ঘটে। পাকিস্তানকে একঘরে করার কথাও বলছে বিজেপি সরকার।