পশ্চিমবঙ্গে হাসপাতাল ও ক্লিনিকে রোগী হয়রানি বন্ধে নতুন আইন

পশ্চিমবঙ্গে হাসপাতাল ও ক্লিনিকে রোগী হয়রানি বন্ধে নতুন আইন

শেয়ার করুন

mamata-banerjee-759
বিশ্বসংবাদ ডেস্ক :

পশ্চিমবঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী হয়রানি বন্ধ করতে নতুন আইন পাস করেছে রাজ্য বিধানসভা। শুক্রবার এই আইন পাস হয়।

নতুন আইন অনুযায়ী, চিকিৎসায় গাফিলতি প্রমাণ হলে স্বল্প ক্ষতিগ্রস্ত রোগীকে তিন লাখ, গুরুতর ক্ষতিগ্রস্ত রোগীকে পাঁচ লাখ এবং গাফিলতির কারণে রোগীর মৃত্যু হলে পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে।

প্রতিটি হাসপাতালে বিভিন্ন চিকিৎসার প্যাকেজ রাখতে হবে। এই প্যাকেজের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। রোগী আসলে তাকে দ্রুত ভর্তি করে চিকিৎসা শুরু করতে হবে। এ জন্য আগাম অর্থ দাবি করা যাবে না। আইনে আরও বলা হয়েছে, টাকার জন্য কোনো মৃতদেহ আটকে রাখা যাবে না। এর অন্যথা হলে ওই হাসপাতালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। হাসপাতালের লাইসেন্সও বাতিল করা যাবে।

সম্প্রতি, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে, রাজ্যের অর্ধশতাধিক হাসপাতাল ও ক্লিনিকের মালিকদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।