পশ্চিমতীরে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত ইসরায়েলি মন্ত্রিসভার

পশ্চিমতীরে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত ইসরায়েলি মন্ত্রিসভার

শেয়ার করুন

9ba965e2788b4532ad969c4eb6badad5_18বিশ্বসংবাদ ডেস্ক :

অধিকৃত পশ্চিমতীরে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ।

বৃহস্পতিবার ইসরায়েলের নতুন বসতি স্থাপনের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। পশ্চিমতীরের ইমেক শিলো এলাকায়, নতুন বসতি স্থাপন করা হবে। ইসরায়েল সরকার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে ইসরায়েলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনের মুক্তির দাবিতে আন্দোলনরত সংগঠন পিএলও। পশ্চিমতীরে বসতি কমিয়ে আনার ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার চলার মধ্যেই বসতি সম্প্রসারণের এ বিতর্কিত সিদ্ধান্ত নিলো ইসরায়েল।

১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। ওইসব জায়গায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হয়।