‘পরাশক্তিগুলোর সঙ্গে করা পরমাণূ চুক্তি যেকোনো সময়ে বাতিল করতে পারে ইরান’

‘পরাশক্তিগুলোর সঙ্গে করা পরমাণূ চুক্তি যেকোনো সময়ে বাতিল করতে পারে ইরান’

শেয়ার করুন

a9f81e282f5543b0b34c504bde39a177_18বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে করা পরমাণূ চুক্তি যে কোন সময়ে বাতিল করতে পারে ইরান বলে সতর্ক করলেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তিনি বলেন, চুক্তি রক্ষায় ইউরোপীয় রাষ্ট্রগুলোর সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে ইরানের।প্রেসিডেন্ট হাসান রুহানী ও তাঁর মন্ত্রীপরিষদের সঙ্গে বুধবার এক বৈঠকে খামেনি বলেন অর্থনৈতিক ইস্যূ ও পরমাণূ চুক্তির বিষয়ে ইউরোপের ওপর নির্ভর করা ইরানের আর উচিত হবে না। তিনি বলেন, পরমাণূ চুক্তির মাধ্যমে যদি ইরানের স্বার্থ রক্ষা না হয় তবে এই চুক্তি বাতিল করা উচিত।

খামেনি বলেন, অভদ্র ও সংঘাতে বিশ্বাসী মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নতুন কোন চুক্তির ব্যপারে আপোষ রফা করা উচিত নয় ইরানের। ইরানের সঙ্গে করা ঐতিহাসিক পরমাণূ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবার পরই এই ব্যপারে এগিয়ে আসে ইউরোপীয় রাষ্ট্রগুলো। তাদের মূল লক্ষ্য ছিলো এই চুক্তির আওতায় করা অর্থনৈতিক সুবিধা থেকে ইরান যেনো বঞ্চিত না হয়।

তবে মে মাসে ইরানের পরমাণূ চুক্তিতে রাখতে ইউরোপীয় শক্তিগুলোকে কিছু শর্ত জুড়ে দেন ইরান।এর মধ্যে ছিলো ইরানের বানিজ্যকে সূরক্ষা দেয়া ও তেল বিক্রির ব্যপারে নিশ্চিতয়তা দেয়া।