পরমানু অস্ত্রের প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে তেহরানের ৫ দিন লাগবে

পরমানু অস্ত্রের প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে তেহরানের ৫ দিন লাগবে

শেয়ার করুন

WireAP_45f44c642742452a9e6af32d6cf0e1a3_12x5_992বিশ্বসংবাদ ডেস্ক :

পারমানবিক অস্ত্রে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে তেহরানের সময় লাগবে মাত্র ৫ দিন। মঙ্গলবার রাষ্ট্রিয় টেলিভিশনে দেয়া এক সক্ষাৎকারে এই সতর্কবার্তা জানিয়েছেন, ইরানের পরমানু গবেষনা প্রধান আলি আকবর সালেহী।

তবে এ ব্যাপারে ইরানকে হয় সমঝতায় আসতে হবে, অথবা ২০১৫ সালের ঐতিহাসিক পারমানবিক চুক্তি থেকে বের হয়ে যেতে হবে বলে পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সালেহী বলেন, এ ব্যাপারে যদি কোন প্রতিক্রিয়া বা চ্যালেঞ্জ থাকে, তাহলে গোটা বিশ্বকে অবাক করে দেবে ইরান। ৫ দিনের মধ্যেই ইরান পারমানবিক অস্ত্রে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম বলে উল্লেখ করেন তিনি।

তবে এ ব্যাপারে ইরান খুব একটা উৎসাহি নয় বলে তিনি মন্তব্য করেন। খুব সহজে ২০১৫ সালের ঐতিহাসিক পারমানবিক চুক্তিতে উপনীত হয়নি ইরান। আর সে কারণেই ইরান সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলেও জানান তিনি।