পরমাণু নিরস্ত্রীকরণে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নে জাতিসংঘ মহাসচিবের আহবান

পরমাণু নিরস্ত্রীকরণে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নে জাতিসংঘ মহাসচিবের আহবান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জন উং-এর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই নেতার মধ্যকার দ্বিতীয় বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ। উপযুক্ত সময়ে এই বৈঠকের ঘোষণা এসেছে বলে মন্তব্য করেন তিনি। দুই নেতা এবার কোথায় বৈঠকে মিলিত হবেন সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, সম্ভাব্য ভেন্যু হিসেবে ভিয়েতনামের নাম শোনা যাচ্ছে।

বৈঠকের দিনক্ষণ ঘোষণার প্রতিক্রিয়ায় মহাসচিব গুতেরেস বলেছেন, কোরীয় উপদ্বীপের পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের সুস্পষ্ট একটি রূপরেখা প্রণয়নের এটাই উপযুক্ত সময় বলে মনে করে জাতিসংঘ।