ন্যাটো বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে ট্রাম্প, ব্যাপক বিক্ষোভ

ন্যাটো বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে ট্রাম্প, ব্যাপক বিক্ষোভ

শেয়ার করুন

_96203024_039692158-1বিশ্বসংবাদ ডেস্ক :

ন্যাটো সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের সফরকে ঘিরে ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভ করছে।

শুধু তাই নয়, বেলজিয়ামের রাজা এবং রানীর সঙ্গে তার সাক্ষাৎকালে ব্রাসেলস সিটি সেন্টারে বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা। এসময় বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড এবং ব্যানারে লেখা ছিল, ‘স্টপ ট্রাম্প, সেভ দ্য প্লানেট।_96199890_mediaitem96199889বিবিসি জানায়, বৃহস্পতিবার ন্যাটো সামরিক জোটের অন্যান্য সদস্য এবং  ইউরোপীয় ইউনিয়নের ২৮ টি দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তিনি। তবে এই দুটি বৈঠক ট্রাম্পের জন্য ব্যাপক চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে বারবার বেফাঁস মন্তব্য করেন ট্রাম্প। যার কারণে ওই দুটি জোটের নেতারা ট্রাম্পকে খুব একটা স্বাভাবিকভাবে নাও নিতে পারেন। তবে ধারণা করা হচ্ছে, আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছে পূর্ণ আর্থিক সহয়তার প্রস্তাব দিয়ে বসতে পারেন ট্রাম্প।