নেপালের সঙ্গে চীনের ২৪০ কোটি ডলারের চুক্তি সই

নেপালের সঙ্গে চীনের ২৪০ কোটি ডলারের চুক্তি সই

শেয়ার করুন

Budget-2018_roads_infrastructure_Bharat_Road_Network1-1280x720-770x433বিশ্বসংবাদ ডেস্ক :

নেপালের সঙ্গে ২৪০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে চীন সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার চীনে নিযুক্ত নেপালের দূতাবাসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে চুক্তি করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি মোতাবেক, নেপালের পানি বিদ্যুৎ প্রকল্প, সিমেন্ট কারখানা, ফল চাষসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করবেন চীনা ব্যবসায়ীরা। সোমবার পাঁচ দিনের রাষ্ট্রিয় সফরে বেইজিং পৌঁছান নেপালের প্রধানমন্ত্রী।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চীন সফর। এসময় নেপালের সঙ্গে দুর্যোগ পরবর্তী পুনর্গঠন, অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগের মতো ক্ষেত্রগুলোতে  সহযোগিতা জোরদারে চীন প্রস্তুত আছে বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।