নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন করে ঘুষ নেয়ার অভিযোগ

নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন করে ঘুষ নেয়ার অভিযোগ

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়া ও জালিয়াতির নতুন তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নেতানিয়াহু বেজাক টেলেকম ইসরায়েল নামের একটি কোম্পানিকে বাড়তি সুবিধা দিয়েছেন। এর বিনিময়ে ওই কোম্পানির মালিকানাধীন একটি নিউজ ওয়েব সাইটে, নেতানিয়াহু ও তার স্ত্রীর পক্ষে ইতিবাচক প্রচারণা চালানো হয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা নতুন এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে দেশটির এটর্নি জেনারেলের অফিস। নেতানিয়াহুর বিরুদ্ধে এর আগে থেকেই দুটি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। এদিকে রোববার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ যে তুলেছে, এর কোনো আইনগত ভিত্তি নেই। এছাড়া বেজাক টেলেকম ইসরায়েল’র সঙ্গে কোনো ধরনের অবৈধ লেনেদেনে জড়িত নন।