নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন

নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন

শেয়ার করুন

ba892771739c49da9d94010731fd2bf9_18বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে রুশ যুদ্ধবিমান সংগ্রহ করার জন্য চীনা সামরিক সংস্থা’র পরিচালক ও ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝিং জিগুয়াং শনিবার মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাডকে তলব করে এই নিষেধাজ্ঞার কড়া প্রতিবাদ জানিয়েছেন।

এর আগে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা স্বার্বভৌম দেশগুলোর মধ্যে সাধারণ সহযোগিতামূলক কাজ। যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করার কোনও অধিকার রাখে না।

গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের সামরিক বাহিনীর অস্ত্র সংগ্রহকারী শাখা ইক্যুপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট-ইইডি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০১৭ সালে রাশিয়ার কাছ থেকে চীন ১০টি এসইউ-থার্টি ফাইভ যুদ্ধবিমান ও ২০১৮ সালে এস-৪০০ নামে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।