নিলামে বিক্রি হলো হিটলারের ব্যবহৃত লাল ফোন

নিলামে বিক্রি হলো হিটলারের ব্যবহৃত লাল ফোন

শেয়ার করুন

হিটলার ফোনবিশ্বসংবাদ ডেস্ক :

জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের ব্যবহৃত সেই লাল ফোনটি নিলামে বিক্রি হয়েছে। ২ লাখ ৪৩ হাজার ডলার মূল্যে যারা সেটি কিনেছেন, তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

অ্যালেক্সান্ডার হিস্টোরিক্যাল নামের একটি প্রতিষ্ঠান নিলামের ব্যবস্থা করেছিল। এই ফোনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক হত্যার নির্দেশ দিয়েছেন হিটলার। ফোনের মূল রং ছিল কালো। পরবর্তীতে ক্রিম কালার করে হিটলারের নাম খোদাই করা হয়।

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় স্বীকারের পর ১৯৫৬ সালে বার্লিন বাঙ্কার থেকে নাৎসি নেতার ব্যবহৃত টেলিফোনটি উদ্ধার করা হয়। জার্মানি আত্মসমর্পণ করার পর সোভিয়েত সেনারা এটি ব্রিটিশদের হাতে তুলে দেয়।

নিলাম কর্মকর্তা বিল প্যানাগোপুলাস বলেছেন, এই টেলিফোন ব্যবহার করেই হিটলার অনেক জায়গায় হত্যার নির্দেশ দিয়েছেন।