নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ট্রাম্প

নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না ট্রাম্প

শেয়ার করুন

donald_trump_ad_spendবিশ্ব সংবাদ ডেস্ক:

নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার পর কঠোর সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এতকিছুর পরও মাঝ পথে নির্বাচন ছেড়ে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন এই ব্যবসায়ী।

শনিবার নিউ ইয়র্কের ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন তিনি। ২০০৫ সালে রেকর্ড করা এক ভিডিওতে দেখা গেছে, নারীদের নিয়ে নোংরা মন্তব্য করছেন ট্রাম্প। তার এই ভিডিও প্রকাশের পর প্রায় ১০ জন সিনিয়র রিপাবলিকান নেতা ক্ষুব্ধ হয়েছেন। নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেয়া উচিত বলে মনে করেন অনেকে। কেউ কেউ তাকে ভোটও দেবেন না বলে জানিয়েছেন।

ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয় বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলেজ্জা রাইস। ট্রাম্পের রানিংমেট মাইক পেন্সও ভিডিওটি দেখে কষ্ট পেয়েছেন। ট্রাম্পর স্ত্রী মেলানিয়াও বলেছেন, তার স্বামীর মন্তব্য অগ্রহণযোগ্য ও অপমানজনক।

তবে এতসব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে টুইট বার্তায় ভক্তদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, গণমাধ্যম ও আরো অনেকে তাদের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে উঠেপড়ে লেগেছে। কিন্তু ভক্তদের কিছুতেই নিরাশ করবেন না তিনি।