নির্বাচনে হারলেও ক্ষমতা ছাড়তে অস্বীকার গাম্বিয়ার প্রেসিডেন্টের

নির্বাচনে হারলেও ক্ষমতা ছাড়তে অস্বীকার গাম্বিয়ার প্রেসিডেন্টের

শেয়ার করুন

Capture

বিশ্বসংবাদ ডেস্ক :

নির্বাচনে পরাজিত গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ ক্ষমতা ছাড়তে অস্বীকার করেছেন। এমনকি পার্শ্ববর্তী দেশগুলো সামরিক আগ্রাসনের হুমকি দেওয়ার পরও, তিনি ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন।

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আদামা বারৌর কাছে পরাজিত হন ইয়াহিয়া জামেহ। সংবিধান অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। মেয়াদ শেষ হওয়ার একদিন আগে, ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন ইয়াহিয়া।_93659974_reutersমৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলুদ আবদেল আজিজ, গাম্বিয়াতে গিয়ে ইয়াহিয়াকে ক্ষমতা হস্তান্তরে রাজি করানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এমন বাস্তবতায় পশ্চিম আফ্রিকার দেশগুলো সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেয়। এর পর সেনেগালের সেনাবাহিনী গাম্বিয়ার সীমান্তে অবস্থান নিয়েছে। একইসঙ্গে নাইজেরিয়াও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। ১৯৯৪ সাল থেকে গাম্বিয়া শাসন করছেন ইয়াহিয়া।