নির্বাচনে রুশ হস্তক্ষেপের বক্তব্য প্রত্যাখ্যান করে সমালোচনার মুখে ট্রাম্প

নির্বাচনে রুশ হস্তক্ষেপের বক্তব্য প্রত্যাখ্যান করে সমালোচনার মুখে ট্রাম্প

শেয়ার করুন

e2b3814a237d41e9a824acb5a4dec1c3_18বিশ্বসংবাদ ডেস্ক :

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে গোয়েন্দাদের বক্তব্য প্রত্যাখ্যান করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কংগ্রেসে শীর্ষস্থানীয় রিপাবলিকান, হাউজ স্পিকার পল রায়ান বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দেখা উচিত যে, রাশিয়া যুক্তরাষ্ট্রের মিত্র নয়। রাশিয়া সম্পর্কে ট্রাম্পের বক্তব্যকে অপমানজনক হিসেবে উল্লেখ করেছেন আরেক রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন।

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তার দীর্ঘ কথা হয়েছে। ২০১৬ সালের নির্বাচনে তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে রাশিয়ার হস্তক্ষেপের কোনও কারণ তিনি দেখতে পাননি বলে উল্লেখ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ায় রাশিয়া ইতোপূর্বে কখনও হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও এমন কোনও পরিকল্পনা নেই। সংবাদ সম্মেলনে বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে দুই নেতাই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কোন্নয়নের অঙ্গীকার করেন।