নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে একদিন পরই ট্রাম্পের পল্টি

নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে একদিন পরই ট্রাম্পের পল্টি

শেয়ার করুন

_102523627_hi047816154বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ মেনে নিলেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র একদিন আগেও অভিযোগটি নাকচ করে দিয়েছিলেন তিনি। ট্রাম্প এখন বলছেন, সোমবারের বক্তব্যে তিনি ভুল বলেছিলেন।

আসলে তিনি বলতে চেয়েছিলেন, রাশিয়া ওই নির্বাচনে ভূমিকা রেখেছে, সেটা মনে না করার কোন কারণ নেই।  তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার পূর্ণ বিশ্বাস ও সমর্থন রয়েছে। যদিও তিনি ভ্লাদিমির পুতিনের নিন্দা জানাবেন কিনা, সেই প্রশ্নের কোন জবাব দেননি।

সোমবার ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে কোন ধরণের ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছেন পুতিন। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, রাশিয়ার ভূমিকা ছিল। ট্রাম্প কাকে বিশ্বাস করেন। উত্তরে তিনি বলেছিলেন : সংস্থাগুলো কাছ থেকে এ বিষয়ে তথ্য নেয়ার পর তিনি পুতিনের সাথে কথা বলেছেন। পুতিন রাশিয়ার সংশ্লীষ্টতার কথা অস্বীকার করেছে ।