নির্বাচনের একদিন আগে মালদ্বীপের প্রেসিডেন্টের একাউন্টে দেড় মিলিয়ন ডলার

নির্বাচনের একদিন আগে মালদ্বীপের প্রেসিডেন্টের একাউন্টে দেড় মিলিয়ন ডলার

শেয়ার করুন

c1cc5c6e3f3d4fd19c6528d7f297868e_18বিশ্বসংবাদ ডেস্ক :

নির্বাচনকে ঠিক আগ দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের ব্যাংক অ্যাকাউন্টে দেড় মিলিয়ন ডলার নগদ অর্থ জমা পড়েছে। দেশটির এন্টি মানি লন্ডারিং সংস্থা এ বিষয়ে চিঠির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করেছে।

মালদ্বীপের সেন্ট্রাল ব্যাংকের অধীনে থাকা ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে মালদ্বীপের পুলিশ কমাশনারের কাছে হস্তান্তর করা হয়। এতে বলা হয়, তৃতীয় কোনো পক্ষ ২ ধাপে এই টাকা দেশটির ইসলামিক ব্যাংকে ইয়ামিনের অ্যাকাউন্টে জমা করে।

৫ সেপ্টেম্বর প্রথম ধাপে ৬ লাখ ৮৪ হাজার ডলার বেশি জমা দেয়া হয়। পরে ১০ সেপ্টেম্বর আসে আরো ৮ লাখ ১০ হাজার ডলার। অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করলে ব্যাংকের পক্ষ থেকে জবাব দেয়া হয় নির্বাচনী তহবিল হিসেবে বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে এই পরিমাণ অর্থ এসেছে।  মালদ্বীপের প্রেসিডন্ট নির্বাচনের বাকি আর মাত্র একদিন।