নিদার আঘাতে বিপর্যস্ত চীন, কয়েকশ ফ্লাইট বাতিল

নিদার আঘাতে বিপর্যস্ত চীন, কয়েকশ ফ্লাইট বাতিল

শেয়ার করুন

chinanepartak

বিশ্বসংবাদ ডেস্ক :

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিদা। এতে ব্যাপক বৃষ্টিপাত আর ভূমিধ্বস হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার। প্রচুর বৃষ্টিপাতের আভাস দিয়েছে গুয়াংডং-এর আবহাওয়া বিভাগ। এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ বাস্তুচ্যূত হয়েছে। পার্ল নদীর ব-দ্বীপ অঞ্চলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরে গোয়াংডং প্রদেশের দাপেং উপদ্বীপের শেনঝেন নগরীর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় নিদা। ঘণ্টায় ১৫১ দশমিক ২ কিলোমিটার গতিসম্পন্ন ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। এটি শেনঝেন, ডংগুয়ান, গুয়াংঝু, ফোশান ও ঝাউকিং নগরীর ওপর দিয়ে, গুয়াংঝি অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

শেনঝেন ও ঝুহাই থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত করা হয়েছে কয়েকশ ট্রেনের সময়সূচি। বন্ধ হয়ে গেছে সব আন্তঃনগর যোগাযোগ। হংকং ভিত্তিক চায়না মর্নিং পোস্ট জানায়, শেনঝেন উপসাগরের বন্দর বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দরের কার্যক্রম চালু হবে না।