নিজেদের নিখোঁজ প্রধানের ব্যাপারে চীনের কাছে তথ্য চেয়েছে ইন্টারপোল

নিজেদের নিখোঁজ প্রধানের ব্যাপারে চীনের কাছে তথ্য চেয়েছে ইন্টারপোল

শেয়ার করুন

interpol chiefবিশ্বসংবাদ ডেস্ক :

ইন্টারপোলের নিখোঁজ প্রধানের ব্যাপারে চীনের কাছে তথ্য চেয়েছে সংস্থাটি। এক টুইটার বার্তায় ইন্টারপোলের মহাসচিব জারজিয়ন স্টক বলেন বিভিন্ন আইন প্রণয়ণকারী সংস্থার মাধ্যমে তাদের নিখোঁজ প্রধান ম্যং হোংওয়েইর বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য চেয়েছে ইন্টারপোল। এতে বলা হয় নিখোঁজ প্রধানের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন সংস্থাটি। এতে আরো বলা হয় এই ব্যাপারে চীনের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য চায় ইন্টারপোল।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার মতে মেং হচ্ছেন প্রথম চীনা নাগরিক যিনি ইন্টারপোলের প্রধান হয়েছেন। বৃহস্পতিবার তাঁর নিখোঁজ হওয়ার কথা জানান মেং এর স্ত্রী। তিনি বলেন ১০ দিন আগে শেষবারের মতো মেং এর সাথে কথা হয়েছিলো তার। তিনি আরো জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিফোনে হুমকি দেয়া হয়েছে তাকে।