নিউ ইয়র্কের ম্যানহাটনে বিস্ফোরণ, আহত ২৯

নিউ ইয়র্কের ম্যানহাটনে বিস্ফোরণ, আহত ২৯

শেয়ার করুন

_91286887_blocked_reuters

বিশ্বসংবাদ ডেস্ক :

এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে ম্যানহাটনের চেলসিয়া অঞ্চলে এ বিস্ফোরণ ঘটে।

বিকট শব্দ বিস্ফোরণের পরপরই ভয়ে-আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকেও সেখানে পৌছতে দেখা যায়। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তার ঘটনাস্থলে পৌঁছে, তদন্ত শুরু করেছেন।
_91286514_mediaitem91286513
অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, ডাস্টবিন থেকেই বিস্ফোরণ ঘটেছে। এতে কাছের একটি ভবনের জানালা ভেঙে গেছে। নিউ ইয়র্ক পুলিশের কাউন্টার টেরোরিজম ব্যুরো টুইটারে একটি ছবি পোস্ট করেছে, যাতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ডাস্টবিন দেখা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের জানিয়েছেন, একজন ছাড়া আহতদের কারও অবস্থায়ই তেমন গুরুতর নয়। শহরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। নিউ জার্সিতে পাইপ বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউ ইয়র্ক সিটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটল।