নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদ আব্বাস

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদ আব্বাস

শেয়ার করুন

Abbaspicবিশ্বসংবাদ ডেস্ক :

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে তার অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।

পশ্চিম তীরের রামাল্লাহর একটি হাসপাতালে চিকিৎসাধীন ৮২ বছর বয়সী মাহমুদ আব্বাস। টুইট বার্তায় তার চিকিৎসক জানিয়েছেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং তাকে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। আরো কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। তার অবর্তমানে সরকারী কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন আব্বাসের ব্যক্তিগত সহকারী। গত রোববার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।