নিউজিল্যান্ডের তীরে আটকে পড়ে ১৪৫টি তিমি মারা গেছে

নিউজিল্যান্ডের তীরে আটকে পড়ে ১৪৫টি তিমি মারা গেছে

শেয়ার করুন

tcardl6g_newzealand-whales_625x300_26_November_18বিশ্বসংবাদ ডেস্ক :

নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপের সৈকতে আটকা পড়া ১৪৫টি পাইলট তিমি মারা গেছে।

শনিবার রাতে ম্যাসন উপসাগরের তীরে তিমিগুলোকে আটকা পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, তখনই প্রায় অর্ধেকের মতো তিমি মারা গিয়েছিল। বাকি অর্ধেককেও রক্ষা করা খুব কঠিন হওয়ায় সেগুলোকে সেভাবেই থাকতে দেওয়া হয়। একই দিন পৃথক ঘটনায় নিউজিল্যান্ডের সৈকতগুলোতে আটকে পড়া অবস্থায় আরও ১০টি পিগমি তিমি ও একটি স্পার্ম তিমিও পাওয়া গেছে।

সময় মতো সাগরে ছেড়ে দিতে না পারায়, সেগুলোও মারা গেছে। সৈকতের প্রায় দুই কিলোমিটার ব্যবধানে তিমিগুলোর দুটি দল আটকা পড়ে। তবে কী কারণে তিমিগুলো সৈকতে উঠে আসে তা পুরোপুরি জানা যায়নি।

সম্ভাব্য যে বিষয়গুলোকে কারণ হিসেবে ধরা হয় তার মধ্যে অসুস্থতা, দিকভ্রান্ত হওয়া, জোয়ারের পর ভাটা শুরু হওয়া ও শিকারির ধাওয়া অন্যতম।