নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের মৃত্যু

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের মৃত্যু

শেয়ার করুন

 

World corona

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭৭৯ ব্যক্তির প্রাণহানি হয়েছে। একই সময়ে গোটা আমেরিকায় মারা গেছেন এক হাজার ৮৯৭ জন। এটি আমেরিকায় একদিনে প্রাণ হারানোর দ্বিতীয় সর্বোচ্চ পরিসংখ্যান। এর আগের দিন আমেরিকা জুড়ে করোনায় এক হাজার ৯৭০ ব্যক্তি প্রাণ হারান।
এদিকে করোনা ভাইরাস নিউইয়র্কের সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়ায় ওই অঙ্গরাজ্যের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এছাড়া বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের কর্মীদের প্রাণ হারানোর সংখ্যা তিন হাজার ১৬০ জনে পৌঁছেছে। এর একদিন আগে এই সংখ্যা ছিল দুই হাজার ৬৫৭ জন।

গতকাল বুধবার আমেরিকায় নতুন করে ২৯ হাজার ৯৩৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে করোনা আক্রান্ত মোট মানুষের সংখ্যা দাঁড়াল চার লাখ ৩০ হাজার জনে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে আমেরিকা বিশ্বের দেশগুলোর তালিকার শীর্ষে অবস্থান করছে।