নিউইয়র্কে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি আকায়েদ উল্লাহ দোষী সাব্যস্ত

নিউইয়র্কে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি আকায়েদ উল্লাহ দোষী সাব্যস্ত

শেয়ার করুন

_104199614_mediaitem104199613বিশ্বসংবাদ ডেস্ক :

নিউ ইয়র্কের বাস টার্মিনালে পাইপ বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহ দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এখনো সাজা ঘোষণা করেনি ম্যানহাটনের আদালত।

গত বছরের ১১ ডিসেম্বরে নিউ ইয়র্কের একটি বাস টার্মিনালে কাছে থাকা পাইপ বোমার বিস্ফোরণ হয়। এতে ২৮ বছর বয়সী আকায়েদ উল্লাহসহ ৬ জন আহত হন। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, জঙ্গিগোষ্ঠী আইএসের পক্ষে একাই ম্যানহাটন পোর্ট অর্থরিটি বাস টার্মিনালের আন্ডারপাসে হামলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই পাইপ বোমাটি বিস্ফোরিত হয়।

তার আইনজীবীর দাবি, বিষাদাচ্ছন্ন আকায়েদ শুধু নিজেকেই শেষ করে দিতে চেয়েছিলেন। তবে এই দাবি নাকচ করে সরকারপক্ষের আইনজীবী বলেছেন, বোমাটি হামলার উদ্দেশ্যেই তার শরীরে বাধা ছিল। এমনকি তার কম্পিউটারে আইএস সমর্থিত তথ্য-প্রমাণ পাওয়া গেছে।