নিউইয়র্কে বাংলাদেশি ইমামসহ দুজন হত্যার ঘটনায় আটক ১

নিউইয়র্কে বাংলাদেশি ইমামসহ দুজন হত্যার ঘটনায় আটক ১

শেয়ার করুন

95a2525593dc4d61aa2765b48f90a6fd_18

বিশ্বসংবাদ ডেস্ক :

নিউ ইয়র্কে বাংলাদেশি ইমামসহ দুজন হত্যায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রোববার রাত ১১টার দিকে ওজন পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সময় সিসিটিভির ফুটেজে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়নি। নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত পনেরো সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মওলানা আখঞ্জি ও তার সহকারী রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে এসে তাদের গুলি করে এক যুবক।

এদিকে, মুসলমানরা ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে, জড়িতদের অবশ্যই খুঁজে বের করা হবে। এই ঘটনার পর নিউ ইয়র্কের মসজিদগুলোয় টহল পুলিশের সংখ্যা বাড়ানোর আবেদন জানানো হয়েছে।