নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের

নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের

শেয়ার করুন

Captureবিশ্বসংবাদ ডেস্ক :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষমতা ছাড়ার মাত্র দুই মাসের মধ্যে তাকে গ্রেফতারের পর এই অভিযোগ আনা হলো।

তার বিরুদ্ধে প্রতারণার তিনটি ও ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণ হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এর আগে মঙ্গলবার নিজ বাড়ি থেকে নাজিবকে গ্রেফতার করেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। গ্রেফতারের আগে টুইটারে পোস্ট করা এক ভিডিওতে, নাজিব রাজাক তার বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাস না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

সম্প্রতি নাজিব রাজাকের বাড়ি থেকে ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ৫৩৫ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকারও বেশি।