নাইজেরিয়ায় দুটি আত্মঘাতি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত

নাইজেরিয়ায় দুটি আত্মঘাতি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত

শেয়ার করুন

201381223515011734_20বিশ্বসংবাদ ডেস্ক :

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে দুটি আত্মঘাতি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪৫ জন।

আল-জাজিরা জানায়, সোমবার সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিরা দেশটির উত্তরপূর্বাঞ্চলের কন্দুগো এলাকার মাশালারি গ্রামে হামলা চালায়। জঙ্গি সংগঠনটির দুজন নারী আত্মঘাতি বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা জানায়, সকাল ১১ টার দিকে বরনো প্রদেশের রাজধানী মাদিগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে প্রথম আত্মঘাতি বোমা বিস্ফোরণটি ঘটে। এর প্রায় ১২ মিনিট পর দ্বিতীয় বোমা বিস্ফোরণটি ঘটলেও শুধুমাত্র আত্মঘাতি নারী প্রাণ হারায়। এনজিও কর্মীদের ত্রাণ বিতরণের সময় এই জোড়া বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।