নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৩০ সেনা নিহত

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৩০ সেনা নিহত

শেয়ার করুন

710c708a129e4d2db3f593077208ae18_18বিশ্বসংবাদ ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে একটি সেনা ক্যাম্পে ইসলাম পন্থী জঙ্গিদের হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছে।

নিরাপত্তা বাহিনী সূত্র শনিবার জানায়, সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিরা পশ্চিম আফ্রিকার বর্ন রাজ্যের জারি নামক গ্রামে বৃহস্পতিবার ওই হামলা চালায়। এ বছর নাইজেরিয়াতে এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে জারি গ্রামের ওই আক্রমণ উত্তর পুর্ব অঞ্চলের নিরাপত্তার প্রতি একটা হুমকি। ২০০৯ সাল থেকে বোকো হারাম নামে জিহাদি গোষ্ঠিটি ওই অঞ্চলে প্রায় ৩০ হাজার মানুষ হত্যা করে। পরে ২০১৬ সালে ইসলামিক স্টেট বোকো হারাম থেকে বিভক্ত হয়ে যায়।