ছবিতে নটিংহিল উৎসবের ৫০ বছর

ছবিতে নটিংহিল উৎসবের ৫০ বছর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রত্যেক বছরের আগস্ট মাসে নটিংহিল উৎসব আয়োজিত হয়ে আসছে। মূলত এটি একটি গণ উৎসব যা ১৯৬০ সালে চালু হয়ে এখনও তার  ব্যাপক আবেদন ধরে রাখতে সক্ষমতা দেখাচ্ছে। গত ৫০ বছর ধরে এই গণ-উৎসব  লন্ডনের ব্যস্ত জীবন থেকে কিছুটা ছুটি নেওয়ার এক দারুণ উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে।

এখন শুধু ক্যারিবিয়ান বা তরুণ প্রজন্মই নয় বরং লন্ডনবাসীরা তাদের পরিবার পরিজনসহ এই আনন্দ উদযাপনের সুযোগ নষ্ট করেন না। তাই ইউরোপের সবচেয়ে বড় এই পথ উৎসব এখন সার্বজনীন উচ্ছ্বাস আর ভিন্ন সংস্কৃতি ও মূল্যবোধকে জানার ও কাছে আসার মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে সাধারণ লন্ডনবাসীর কাছে।

_90737640_mediaitem90737639

১৯৫৯ সালে সেন্টপেনক্রেস শহরে  ক্যারিবিয়ান কেবরেট নাচে উৎসব উদযাপনের স্থির চিত্র।

222

১৯৬০ মূল অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে সমাজকর্মী  রুহানী রাসলেতের নেতৃত্বে একটি দলের পদযাত্রা।

333

আয়োজকদের থেকে ঘোষণা আসে এই উৎসবের অন্যতম লক্ষ্য হলো ক্যারিবিয়ান স্টিট ড্রাম ও কলার মাধ্যমে  বিভিন্ন সংস্কৃতিকে কাছাকাছি নিয়ে আসা।

444

উৎসবটি নতুন মাত্রায় প্রবেশ করে কারণ ওয়েস্ট লন্ডনের এই উৎসবে ১৯৭০ সালের দিকে মানুষের অংশ গ্রহণ ব্যাপক মাত্রায় বাড়তে থাকে।

5555

১৯৭৬ সালে বর্ণবাদী আক্রমনের স্বীকার হয় জনপ্রিয় হয়ে ওঠা উৎসবটি।

666

১৯৮১ সালের দিকে রোড ম্যাজিক অন্যতম প্রধান উৎসব উপকরণ হয়ে উঠে। বর্তমানে প্রায় ৩৮টি সাউন্ড সিস্টেম সংযোজন করা হয় উৎসব উদযাপনে।

777

আয়োজক ও লন্ডন পুলিশের মাঝে ভালো বোঝাপড়ার একটি স্থির চিত্র।

888

দিনে দিনে ভিন্ন ভিন্ন সংস্কৃতিপ্রেমীদের গড়ে ওঠা আগ্রহ, সাল ১৯৮৪।

999

মশাব্যান্ড, সাউন্ড সিস্টেম, পথ গান ও সোকা গান উৎসবের মূল আকর্ষণের জায়গা দখল করে নেয়।

_90737236_mediaitem90728139

মশা ব্যান্ডের একজন নারী কর্মী।

11

আন্তর্জাতিক তারকাদের মিলন মেলায় পরিণত হয় নটিংহিল উৎসব। ২০০৩ সালে উইক্লিফ জেন মূল অনুষ্ঠানে যোগ দেয়।

12

চকলেট ও নানা রঙে একে অন্যকে রাঙিয়ে দেয়ার রীতিতে উৎসব উদযাপনরত দুই বাঁধনহারা তরুণী।

13

ডিজে নরমান জে ২০০৬ সালের উৎসব মাতিয়ে তুলেন অসাধারন সাউন্ড সিস্টেমের জাদুতে।

14

অন্যসব অংশের মতো স্ট্রিট ফুড এখন এই উৎসবের বিশেষ আকর্ষণ।

_90737337_mediaitem90728664

নির্ধারিত টয়েলেটের জন্য দীর্ঘ লাইন ।

333

শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে যোগ দেওয়ায় নতুন আবেদন সৃষ্টি করে এই উৎসব।

_90737340_mediaitem90728660

বিরূপ আবহাওয়ার সাধ্য কি উৎসব ঠেকানোর, সাল ২০১৫।

ggg

চলতি বছর রবি ও মঙ্গলবার সকাল দশটা থেকে শুধু হয় মূল উৎসব।

2

২০১৬ সালে সাম্বা ব্যান্ড বাটালা নতুন ভাবে ফিরে এসে নতুন মাত্রা তৈরী করে।