নওয়াজ শরীফ ও তাঁর পরিবারের সদস্যদের মুক্তির নির্দেশ

নওয়াজ শরীফ ও তাঁর পরিবারের সদস্যদের মুক্তির নির্দেশ

শেয়ার করুন

_103493826_3a20a5f4-447e-4611-9244-eaf71cdf3669বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তাঁর পরিবারের কারাদণ্ড স্থগিত করে মুক্তির আদেশ দিয়েছে দেশটির আদালত।

দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, অ্যাভেনফিল্ড দূর্নীতি মালায় আটক হওয়া নওয়াজ শরীফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ শরীফ এবং মেয়ের জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ সফদারকে মুক্ত করতে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। নওয়াজ শরীফের দেয়া পিটিশনের উপর বুধবার, শুনানি শেষে বিচারপতি আতহার মিনাল্লাহ এবং বিচারপতি মিয়াংগুল হোসেন আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত ২ জনের বেঞ্চ এই রায় দেন।  এই রায়ের পর আদালতে উপস্থিত পাকিস্তান মুসলীম লীগ-নওয়াজ পিএমএল-এন পার্টির সমর্থকরা উল্লাস করতে থাকেন।

এদিকে জামিনের জন্য সবাইকে ৫ রাখ রূপি করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে কবে নাগাদ তাদেরকে মুক্তি দেয়া হবে তা এখনো জানানো হয় নি।
এর আগে দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১১ বছরের কারাদণ্ড, তার মেয়ে মরিয়মকে ৭ বছর এবং তার স্বামী সাফদারকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।