ধর্ষিতাকে বিয়ে করলেই মিলবে ক্ষমা

ধর্ষিতাকে বিয়ে করলেই মিলবে ক্ষমা

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

কোনো মেয়েকে শারীরিক নির্যাতনের পর অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করলে, তার বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে ক্ষমা করে দেয়া হবে।

বৃহস্পতিবার এরকম একটি বিতর্কিত বিলে সমর্থন দিয়েছে তুরস্ক সরকার। তবে এই আইনের কঠোর সমালোচনা করেছেন দেশটির নারী অধিকার সংগঠনগুলো। তাদের মতে, এই আইনের মাধ্যমে ধর্ষককে আইনগত বৈধতা দেয়া হয়েছে।

আইনে বলা হয়েছে, নির্যাতিত নারীকে বিয়ে করলেই ক্ষমা পাবে অভিযুক্ত ব্যক্তি। একইসঙ্গে তার বিচারের প্রয়োজন হবে না। সরকার বলছে, এই আইনের উদ্দেশ্য হচ্ছে- যারা না বুঝেই অল্পবয়সী কোন মেয়ের সাথে যৌনকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে বিয়ে করার সুযোগ দেওয়া।

আগামী মঙ্গলবার আইনটি পার্লামেন্টে পাশ হলে তিন হাজারের মতো পুরুষ এই অভিযোগ থেকে মুক্তি পাবেন। তুরস্কে গত কয়েক বছরে ৪০ শতাংশ নারী বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন।