দ. কোরিয়ার সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করলো উ. কোরিয়া

দ. কোরিয়ার সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করলো উ. কোরিয়া

শেয়ার করুন

_101584520_gettyimages-670508362বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ার কারণে ক্ষুব্ধ হয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বুধাবারের নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা, কে এন সি এ জানিয়েছে, ওই মহড়া একটা উষ্কানি এবং একটা হামলার আভাস। এছাড়া, উত্তর কোরিয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ১২জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক সম্মেলনের ভাগ্য নিয়েও হুমকি দিয়েছে।

গত মার্চে সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ট্রাম্প কিমের সঙ্গে সংলাপের আমন্ত্রণ গ্রহণ করেন। পরে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, বিশ্বশান্তির জন্য তারা উভয়েই একটা বিশেষ মুহুর্ত সৃষ্টির চেষ্টা করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ট্রাম্প-কিম সংলাপের ব্যাপারে তাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে। এ বিষয়ে উত্তর কোরিয়ার অবস্থানের পরিবর্তন বিষয়ে তারা অবগত নয়।