দ্বিতীয় দেশ হিসেবে গাঁজা বিক্রি ও ব্যবহারে বৈধতা দিল কানাডা

দ্বিতীয় দেশ হিসেবে গাঁজা বিক্রি ও ব্যবহারে বৈধতা দিল কানাডা

শেয়ার করুন

_103894126_salereuবিশ্বসংবাদ ডেস্ক :

উরুগুয়ের পর দ্বিতীয় দেশ হিসেবে মাদক মারিজুয়ানার বিক্রি ও ব্যবহারে বৈধতা দিল কানাডা। বুধবার মধ্যরাতের পর থেকেই দেশব্যাপি মারিজুয়ানার বিক্রি শুরু হয়।

সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ১৫ কোটি পরিবারের কাছে নতুন আইন সংক্রান্ত তথ্য পাঠানো হয়। তবে মারিজুয়ানার মতো মাদকের বৈধতা দানে স্বাস্থ্য ও জননিরাপত্তা ঝুঁকিতে পড়বে কিনা সেই বিষয়ে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
_103894128_tweed2reu
মাদকের প্রভাবে যদি কোন চালক গাড়ী চালায় সেই অবস্থা পুলিশ কিভাবে সামাল দেবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে মারিজুয়ানার ওপর নিষেধাজ্ঞা তুলে দেয়ার ব্যপারে কাজ করে আসছিলো কানাডার বিভিন্ন প্রদেশ ও নগর প্রশাসন।