দেশ ছাড়লেন গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইহাইয়া জামেহ

দেশ ছাড়লেন গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইহাইয়া জামেহ

শেয়ার করুন

_93734578_gettyimages-632319246বিশ্বসংবাদ ডেস্ক :

প্রেসিডেন্ট পদ ছেড়ে দেয়ার পর এবার দেশ ছাড়তে বাধ্য হলেন গাম্বিয়ার নেতা ইহাইয়া জামেহ। নিজ দেশ থেকে প্রতিবেশী দেশ গিনিতে যাচ্ছেন তিনি। দীর্ঘ ২২ বছর গাম্বিয়ার ক্ষমতায় থাকার পর দেশটি থেকে নির্বাসনে যাচ্ছেন এই নেতা।_93734581_gettyimages-632319202সম্প্রতি, জাতীয় নির্বাচনে আদামা বারোর কাছে হেরে যান প্রেসিডেন্ট জামেহ। এর পরও জরুরি অবস্থা জারি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন তিনি। কিন্তু প্রতিবেশী দেশ সেনেগাল ও জাতিসংঘ এর বিরোধীতা করে ইহাইয়াকে ক্ষমতা ছাড়তে আল্টিমেটাম দেন। তাদের সমর্থন জানায় আফ্রিকান ইউনিয়ন। শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।

বৃহস্পতিবার গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে সেনেগালের গাম্বিয়া দূতাবাসে শপথ নেন আদামা বারো। দেশে ফিরে ক্ষমতা গ্রহণের পর ইহাইয়া জামেহ’র বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট আদামা।