দুর্নীতি মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বিচার শুরু

দুর্নীতি মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বিচার শুরু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের দুর্নীতি সংক্রান্ত একটি মামলার বিচার কাজে বাঁধা দেয়ায় দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার বিচার শুরু হয়েছে।

Brazil Former President, ব্রজিল সাবেক প্রেসিডেন্টসরকার পক্ষের কৌসুলিরা জানিয়েছেন, শুক্রবার লুলার বিরুদ্ধে পেট্রোব্রাসের অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়েছে। ২ বিলিয়ন ডলারের এই দুর্নীতির ঘটনায় মূল হোতা নেস্টর সারভেরোসহ কয়েকজন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা এই মামলায় কারাগারে আছেন।

অভিযোগ রয়েছে, পেট্রোব্রাস পরিচালক নেস্টর সারভেরোকে একটি চুক্তিতে সাক্ষ্য প্রদান থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন তারা। ব্রাজিলের অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন, লুলার অংশগ্রহণ ছাড়া এ ধরনের দুনীতি করা সম্ভব ছিলো না।

২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। তবে ওই সময় কোনো ধরনের দুর্নীতির সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।