দুর্নীতির দায়ে স্যামসাং প্রধানকে গ্রেপ্তারের আবেদন

দুর্নীতির দায়ে স্যামসাং প্রধানকে গ্রেপ্তারের আবেদন

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় দুর্নীতির দায়ে স্যামসাংয়ের প্রধান লি জে-ইয়ং-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি।

কৌসুলিদের আবেদন বিবেচনা করে শিগগিরই এব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রসিকিউটর’র অফিসে স্যামসাং প্রধানকে ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন রাষ্ট্রপক্ষেএর কৌসুলিরা।

ওই জিজ্ঞাসাবাদে দেশটিতে সাময়িকভাবে বরখাস্ত  হওয়া প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে স্যামসাং প্রধানের জড়িত থাকার প্রমাণ পান কৌসুলিরা। স্যামসাংয়ের বিরুদ্ধে অভিযোগ, সরকারি সুযোগ-সুবিধা ও রাজনৈতিক সমর্থন পাওয়ার বিনিময়ে বরখাস্ত প্রেসিডেন্ট পার্কের বন্ধু চোই সুন-সিল পরিচালিত বেশ কয়েকটি অলাভজনক প্রতিষ্ঠানকে ঘুষ দেয় তারা।

এদিকে, বন্ধু চোই সুন-সিলের করা দুর্নীতির কারণে গত ডিসেম্বরে পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে পার্ককে অভিশংসিত করার পক্ষে রায় দেন দেশটির এমপিরা। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিকা আদালতে ওই মামলার শুনানি চলছে। এছাড়া প্রেসিডেন্টের বন্ধু চোই সুন-সিলকেও গ্রেপ্তার করা হয়েছে। তারও বিচার চলছে।