দুর্নীতির অভিযোগে পার্ক জিউন অভিশংসিত

দুর্নীতির অভিযোগে পার্ক জিউন অভিশংসিত

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

দুর্নীতির অভিযোগে পার্লামেন্টের সংখ্যা গরিষ্ঠ ভোটে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয় প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাই।

বিবিসি জানায়, দুর্নীতির অভিযোগে গত ৬ সপ্তাহ ধরে বিক্ষোভের পর প্রেসিডেন্ট পার্কের অভিশংসনের পক্ষে রায় দেন দেশটির পার্লামেন্ট সদস‌্যরা। বিরোধী দলগুলো প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের যে প্রস্তাব গত সপ্তাহে এনেছিল, শুক্রবার ২৩৪-৫৬ ভোটে তা অনুমোদন পেয়েছে। এর অর্থ হল পার্কের দল সায়েনুরু পার্টির সাংসদরাও তার বিপক্ষে ভোট দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের সিদ্ধান্তের পর পার্কের ক্ষমতা আপাতত প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে ১শ ৮০ দিনের মধ‌্যে অনুমোদন দেবে দেশটির সাংবিধানিক আদালত। ব্যক্তিগত লাভের জন‌্য পুরোনো এক বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগসহ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ।