দুরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

দুরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

শেয়ার করুন

Weipon-South-koriya।। এটিএন টাইমস আন্তর্জাতিক ডেস্ক ।।

বেশ কয়েকটি দুরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরিক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
বিষয়টি জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। শনিবার ও রোববার চালানো হয় এই ক্ষেপণাস্ত্রগুলোর পরিক্ষা। ১ হাজার ৫’শ কিলোমিটার দূরত্বের লক্ষ্যে আঘাত হানে এগুলো। কিম জং উনের নির্দেশে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে গত দুই বছর ধরে এ্‌ই ক্ষেপণাস্ত্রগুলো তৈরী করেছে উত্তর কোরিয়া।

এই পরিক্ষাকে বড় ধরণের সাফল্য বলে দাবি করছে দেশটি। উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিক্ষার ব্যাপারে প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে পুরো বিষয়টি বিশ্লেষণ করা হচ্ছে। তবে এব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয় নি। মার্চে শেষবারের মতো ক্ষেপণাস্ত্রের পরিক্ষা চালায় উত্তর কোরিয়া।