দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কে টানাপড়েন

দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কে টানাপড়েন

শেয়ার করুন

435138f240f34952b764398b5685f6d9_18বিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কের দুই মন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। এক মার্কিন ধর্মযাজককে কারাবন্দি রাখার ঘটনায় দুই মন্ত্রীর ভূমিকা রয়েছে এমন অভিযোগ তুলে গতকাল তাদের নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র।

এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। দেশটির গুড পার্টির পক্ষ থেকে এরইমধ্যে ইস্তাম্বুলের ট্রাম্প টাওয়ার বাজেয়াপ্ত করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

২০১৬ সালে অ্যান্ড্রু ব্রানসন নামের ওই মার্কিন যাজককে প্রথম আটক করা হয়। তাকে দু’বছর ধরে আটক রাখার পর গত সপ্তাহে গৃহবন্দি করা হয়। ওই যাজকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে তুরস্ক। ব্রানসনের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ – তিনি কুর্দি বিদ্রোহীদের সমর্থক। সে কারণে সাম্প্রতিক ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে তার সংযোগ রয়েছে বলেও মনে করে তুরস্ক। তবে মার্কিন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে।