দুই বছরের আগে সরছে না ইসরায়েলের মার্কিন দূতাবাস

দুই বছরের আগে সরছে না ইসরায়েলের মার্কিন দূতাবাস

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিলেও এখনই সরছে সেখানে মার্কিন দূতাবাস। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভেস লা দ্রিয়াঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্বাভাবিকভাবে দূতাবাস স্থানান্তরের বিষয়টিকে এগিয়ে নিতে চান।

এদিকে জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি বলেছেন, ইসরায়েল ও আমেরিকার সঙ্গে জাতিসংঘ শত্রুতামূলক আচরণ করছে। বহু বছর ধরেই সংস্থাটি ইসরায়েলের প্রতি অসংযতভাবে বৈষম্যমূলক আচরণ করে আসছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে এটি বরং ক্ষতি বয়ে এনেছে। যুক্তরাষ্ট্র কেনোভাবেই এর পক্ষে অবস্থান নিতে পারে না।