দুইশ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উত্তর কোরিয়া

দুইশ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উত্তর কোরিয়া

শেয়ার করুন

http _com.ft.imagepublish.upp-prod-us.s3.amazonaws.com_92a2aeb4-7503-11e8-bab2-43bd4ae655ddবিশ্বসংবাদ ডেস্ক :

কোরিয়ান যুদ্ধের সময় নিখোঁজ দুইশ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে উত্তর কোরিয়া বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। বুধবার এই দেহাবশেষগুলো ফেরত দেয়া হয় বলে জানান তিনি।

মিনেসোটা দুলতে এক সমাবেশে ট্রাম্প বলেন আমাদের জাতীয় বীরদের দেহাবশেষ ফেরত পেয়েছি আমরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন সামনের দিনগুলোতে দক্ষিণ কোরিয়ায় জাতিসংঘের মাধ্যমে আরও কিছু সেনার দেহাবশেষ ফেরত দেবে উত্তর কোরিয়া। পরে সেগুলো স্থানান্তর করা হবে হাওয়াইতে মার্কিন সেনা ঘাঁটিতে।

সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিমের সংগে ঐতিহাসিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান দেহাবশেষগুলো ফেরত দিতে রাজি হয়েছেন কিম।