দক্ষিণ কোরিয় প্রেসিডেন্টর অভিসংশনের আদেশ বহাল

দক্ষিণ কোরিয় প্রেসিডেন্টর অভিসংশনের আদেশ বহাল

শেয়ার করুন

_95063882_a961d3a2-fb0e-47b9-a409-e85b75bdeb50বিশ্বসংবাদ ডেস্ক :

দক্ষিণ কোরিয় প্রেসিডেন্ট পার্ক গিউন হাই এর অভিসংশন এর আদেশ বহাল রেখেছে দেশটির সাংবিধিনিক আদালত।

বিবিসি জানায়, শুক্রবার গিউনকে অভিশংসিত করা নিয়ে পার্লামেন্টের নেওয়া সিদ্ধান্তটি বহাল রাখে আদালত। দেশটির সাংবিধানিক আদালতের ৮ বিচারপতির প্যানেল সর্বসম্মতিক্রমে গিউনকে অভিশংসিত করার ব্যাপারে পার্লামেন্টের সিদ্ধান্তটি বহাল রাখে।

পার্কের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ ‘চোই সুন সিল’ নামে এক বন্ধুকে অবৈধভাবে ক্ষমতার নেপথ্যে থেকে দুর্নীতি করার সুযোগ করে দেন। কোর্টের এই আদেশের ফলে পার্ক গিউন রাষ্ট্রপতির ক্ষমতা হারালেন। এছাড়া তাকে বিচারের মুখোমুখিও করা হতে পারে। ফলে তিনিই দক্ষিণ কোরিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট, যাকে মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব ছাড়তে বাধ্য করা হলো।

তার ক্ষমতা হারানো ফলে আগামী মে মাসের মধ্যে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে।