থাইল্যান্ডের গুহা থেকে ছয় কিশোর উদ্ধার

থাইল্যান্ডের গুহা থেকে ছয় কিশোর উদ্ধার

শেয়ার করুন

5cb3c16b-0abd-4ffd-b7a0-e1ef88f5db2eবিশ্বসংবাদ ডেস্ক :

আন্তর্জাতিক ডুবুরি দল থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ থাই কিশোরে ফুটবলার ও কোচের মধ্যে ছয় কিশোরকে উদ্ধার করেছে বলে রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা। তবে বার্তা সংস্থা এপি জানিয়েছে মোট চারজনকে উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার সকালে দেশি বিদেশী ১৮ ডুবুরি দল তাদের উদ্ধার করতে অভিযান শুরু করে। ১৪ বছরের কিশোর স্যামসহ চার কিশোরকে উদ্ধার করা হয়। সবশেষে বের হবেন কোচ একাপল চান্থাওং। কিশোরদের নিয়ে ডুবুরিদের প্রথম দলটি ফিরে আসে রাতেই। তবে সবাইকে নিয়ে আসতে সময় লাগবে, ২ থেকে ৩ দিন।

ছয় কিশোরকে বের করেই সেখানে প্রথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
9f81cc2f84e64e8db7508562dcb44c9a_18
থাইল্যান্ডের স্থানীয় সময় রোববার সকাল ১০টা। গোটা বিশ্বের বিশেষজ্ঞদের নানা পরীক্ষা নিরীক্ষা ও নানা পরিকল্পনা শেষে অবশেষে গুহায় প্রবেশ করতে শুরু করে আন্তর্জাতিক ডুবুরিরা। এই অভিযানে অংশ নিচ্ছেন থাইল্যান্ড ও বিদেশী মিলে ১৮ জন ডুবুরি, এবং থাই নেভি সিলের ৫ জন সদস্য।  উদ্ধারকারী দলের প্রধান জানিয়েছেন, কিশোর ফুটবলাররা, শারীরিক ও মানষিকভাবে প্রস্তুত আছে। সবাইকে উদ্ধারে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।

উদ্ধার অভিযান-সংশ্লিষ্টরা বলছেন, খুদে ফুটবলারদের কাছে পৌঁছাতে অনেক সরু সুড়ঙ্গ পাড়ি দিতে হবে ডুবুরিদের। ফেরার পথে উদ্ধারকারীদের প্রত্যেকের সাথে একজন করে কিশোর থাকবে। কিশোরদের নিয়ে আসার সময়, গুহার একটি জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নেয়া হবে। এরপর কয়েক দলে ভাগ হয়ে, ডুবুরিরা কিশোরদের বাইরে নিয়ে আসবে। পরে খুদে ফুটবলারদের পাঠানো হবে হাসপাতালে।
_102301615_363c0ae6-7b55-4d09-8e47-30e0289128ee
তবে ডুবসাঁতার দিয়ে কাদা পানি ও  পাঁচ-ছয় ঘণ্টার সংকীর্ণ পথ পাড়ি দিয়ে কিশোররা কিভাবে বাইরে আসবে, তা নিয়ে অনেক সংশয় ছিল। কিন্তু সব শঙ্কা কাটিয়ে দরের চার সদস্য নিরাপদেই বের হয়ে আসতে পেরেছে।

গুহার মুখ থেকে চার কিলোমিটার ভেতরে একটি ছোট চেম্বার বা কুঠুরিতে আটকে আছে ১৩ জন। চারপাশে বন্যার পানি, ক্রমেই ফুরিয়ে আসছে ভিতরের অক্সিজেন। বাইরে থেকে  সরবরাহ করা হয়েছে অক্সিজেন ও খাবার।
0a45957824be42abad49d695656f287c_18
গত ২৩ জুন ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ থাইল্যান্ডের চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করেন। একনাগারে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার কারনে তারা ভিতরে আটকে পরে। ৯ দিন চেষ্টার পর তাদের বেঁচে থাকার খবর পাওয়া যায়। এর পর পালাক্রমে ডুবুরিরা তাদের সঙ্গ দিয়ে যাচ্ছিল।