থাইল্যান্ডের গুহায় আটক কিশোরদের উদ্ধারে তৃতীয় দিনের অভিযান চলছে

থাইল্যান্ডের গুহায় আটক কিশোরদের উদ্ধারে তৃতীয় দিনের অভিযান চলছে

শেয়ার করুন

ae71acdd-eaa1-4cda-944f-546c27067b2aবিশ্বসংবাদ ডেস্ক :

থাইল্যান্ডের গুহায় আটকে পড়াদের মধ্যে অবশিষ্ট পাঁচ জনকে উদ্ধারে সকালে তৃতীয় দিনের অভিযান শুরু হয়েছে। সেন্টারের প্রধান সমন্বয়ক নারোংসাক ওসোতানাক জানান, আজ পাঁচ জনকে একই সময়ে বের করে নিয়ে আসা হবে।
c195cd7bc7864bd9aabcad1cfc60b430_18সোমবার রাতের প্রবল বৃষ্টির পরও গুহার পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হয়নি। গতকালের চেয়ে আজ আরও দ্রুত অভিযান পরিচালিত হবে বলে প্রত্যাশা করেন নারোংসাক। উদ্ধার প্রধান জানান,  সবকিছু পরিকল্পনা মতো যদি হয় তাহলে দিনের শেষে ওয়াইল্ড বোয়ার্স দলের কেউ গুহার ভেতরে থাকবে না।
012edeb8-6d3c-432d-977c-4b703a507300ভোর থেকেই তৃতীয় অভিযানের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রথমে ১৯ জন ডুবুরি গুহায় প্রবেশ করেছেন। সারাদিনে আরও অনেকে নিয়মিত প্রবেশ করবেন। নারোংসাক বলেন, প্রথম দিন লেগেছিল ১১ ঘণ্টা, গতকাল লেগেছে ৯ ঘণ্টা এবং আজ  আরও দ্রুত হবে বলে আশা করেন তিনি।
9265a276-7586-4b41-8d54-0d37c1ecaf51উল্লেখ্য, গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেনি।