তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী দুই শহর আইএসমুক্ত

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী দুই শহর আইএসমুক্ত

শেয়ার করুন

আইএসমুক্ত

বিশ্ব সংবাদ ডেস্ক:

তুরস্ক সিরিয়া সীমান্ত থেকে জঙ্গিগোষ্ঠী আইএসকে সমূলে হটানোর দাবি করেছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম।

গত এক সপ্তাহ ধরে তুর্কি-সিরিয়া সীমান্তে আইএস বিরোধী অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী। রোববার শতাধিক ট্যাংক নিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলের আজাজ, কিলিসি ও জারাবলুস শহরে প্রবেশ করে তুর্কি সেনাবাহিনী। তারা প্রবেশের পরই সেখান থেকে পালাতে শুরু করে আইএস জঙ্গিরা।

ফলে গুরুত্বপূর্ণ ঘাটিতে যাতায়াত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে আইএস জঙ্গিরা। লড়াই না হওয়ায় কোনো পক্ষেই কেউ মারা যায়নি। তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার ভূখণ্ড বিচ্ছিন্নভাবে আইএস এবং কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।

রোববার তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম জানান, তাদের সেনাবাহিনী আজাজ ও জারাবলুস শহরের মধ্যবর্তী সব এলাকা আইএসমুক্ত করেছে। সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোও জানিয়েছে, সীমান্তে এখন আর আইএসের উপস্থিতি নেই।